,

নৌকায় চড়ে বিএনপির সমাবেশে যাচ্ছেন কর্মীরা

জেলা প্রতিনিধি, শেরপুর: আজ দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এতে অংশ নিতে শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে নৌকা বা ট্রলার করে ময়মনসিংহে যাচ্ছেন।

জানা যায়, আজ জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং চলমান আন্দোলনে দলীয় ৫ নেতাকর্মী হত্যাসহ, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির গণসমাবেশ। দুপুর দেড়টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ হয়েছে। এদিকে, শুক্রবার রাত থেকে জেলার ভেতর ও বাইরে বন্ধ ছিল গণপরিবহন। তাই সমাবেশ যোগ দিতে আজ সকাল থেকে বিভিন্ন জেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহের পথে নৌকায় বা ট্রলারে যাত্রা শুরু করেন।

জেলা বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান জানান, আজ সকাল ৯টার কাছাকাছি সময়ে শেরপুর শহরের বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অটোরিকশায় করে উপজেলার ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাটে যাচ্ছেন। সেখান থেকে নেতাকর্মীরা ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলারে) ময়মনসিংহের দিকে যাচ্ছেন।

জেলা বিএনপির আহবায়ক এবিএম মামুনুর রশীদ পলাশ জানান, সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অন্তত ৩০ ট্রলার ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিএনপির এ নেতা গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা যেন ময়মনসিংহে সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছেন। এ ঘটনার জন্য তিনি তীব্র নিন্দা জানাই। তবে যে কোনো উপায়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।’

নদী পথে সমাবেশের পথে থাকা বিএনপির একাধিক নেতাকর্মী মুঠোফোনে জানান,  গণপরিবহন বন্ধ করে চেষ্টা করা হয়েছে সমাবেশে নেতাকর্মীর সংখ্যা কমে যাক। কিন্তু বিএনপির নেতাকর্মীরা দলকে ভালোবেসে পায়ে হেঁটে, নদীপথে ট্রলার ও নৌকাযোগে আসছেন।

এই বিভাগের আরও খবর