জেলা প্রতিনিধি, ফরিদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী সরকারের উন্নয়নের সফলতা প্রচারে গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট চাইলেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
গত এক সপ্তাহ জুড়ে তার নির্বাচনী এলাকা ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) উপজেলার বিভিন্ন স্থানের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে উন্নয়নের লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগে মাহামুদা বেগম কৃক বলেন, দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন হয়েছে। সারাবিশ্ব যখন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশের জনগণ অনেক সুখে-শান্তিতে রয়েছে। শেখ হাসিনার প্রচেষ্টায় স্বপ্নের পদ্মা হয়েছে। ফলে ফরিদপুরসহ এ অঞ্চলের মানুষ দুই ঘন্টায় রাজধানী ঢাকায় পৌঁছাতে পারছে। রাজধানীতে মেট্রোরেল চালু, ঘরে ঘরে বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিয়তকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিববর্ষ উপলক্ষে হাজার হাজার গৃহহীনদের মাঝে গৃহ প্রদান, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়নের সফলতাসহ সকল ক্ষেত্রে দেশের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করছি।’
তিনি আরো বলেন, ‘ফরিদপুর-১ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন, আমরা তার পক্ষে কাজ করবো।’
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে, নিজেদের ভিতর সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহŸান জানান মাহামুদা বেগম কৃক।
-মো. ইকবাল হোসেন