,

নোয়াখালীতে ৫ ছিনতাইকারী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বাণিজ্যকেন্দ্র চৌমুহনী শহরে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- সবুজ (৩০), সাদ্দাম (২০), জসিম (৩২), রাজু (২৪) ও ইউসুপ (৩০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বেগমগঞ্জ থানার ওসি কর্মকর্তা কামরুজ্জামান শিকদার বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর