,

নেপালে শতাধিক চীনা নাগরিক আটক

বিডিনিউজ ১০, আন্তর্জাতিকনেপালে সাইবার ক্রাইম ও ব্যাংক জালিয়াতির অভিযোগে শতাধিক চীনা নাগরিককে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে পর্যটন ভিসায় আসা বিদেশি নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অভিযান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাঠমান্ডুর পুলিশ প্রধান উত্তম সুবেদি জানিয়েছেন, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযানটি চালানো হয়েছিল। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২২ জন চীনা নারী-পুরুষকে আটক করা হয়।

উত্তম সুবেদি আরও বলেন, আটক চীনা নাগরিকদের সকলেই সাইবার অপরাধ এবং ব্যাংকের ক্যাশ মেশিন হ্যাকিংয়ের সঙ্গে জড়িত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের বর্তমানে কাঠমান্ডুর বিভিন্ন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। অভিযানে এসব চীনা নাগরিকদের পাসপোর্ট এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

কাঠমান্ডু পুলিশের এ কর্মকর্তার মতে, এবারই প্রথম এক সঙ্গে এতো বিদেশি নাগরিককে আটক করা হলো।

বিষয়টি নিয়ে চীনা দূতাবাসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে হোবিন্দ্র বোগোতি নামে পুলিশের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দূতাবাস অভিযানটি সম্পর্কে অবগত আছে। একই সঙ্গে সন্দেহভাজনদের আটকের প্রতিও তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এই বিভাগের আরও খবর