,

নেত্রকোনার হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় স্ত্রীর পরকীয়ায় চা বিক্রেতা মামুন হত্যা মামলার আসামি রুবেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজার রামু থেকে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত রাতে নেত্রকোনায় নিয়ে আসা হয়। রুবেল জেলা সদরের কাইলাটি ইউনিয়নের মৌজেবালি গ্রামের শাহ্জাহান মিয়ার ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আওয়াল সরদার জানান, হত্যা মামলায় রুবেলসহ গ্রেফতার পাঁচজনের মধ্যে হাবলু নামে এক আসামি শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রুবেল ছাড়া গ্রেফতার অন্য চার আসামি হলেন- মৌজেবালি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩২), মৃত রমজান খাঁর ছেলে বিরাম খাঁ (৪৫), তমিজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবীর (৪৩) ও আদালতে জবানবন্দি দেয়া দরুনবালী গ্রামের মৃত আব্দুল শহীদ মিয়ার ছেলে মো. হুমায়ুন কবীর হাবলু (৫৫)।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় জেলা সদরের কাইলাটি ইউনিয়নের মৌজেবালি গ্রামের একটি ধান ক্ষেত থেকে চা বিক্রেতা মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মামুন জেলা সদরের কাইলাটি ইউনিয়নের বালি গ্রামের মৃত মমতাজ উদ্দিন ওরফে ছোট্ট আবুর ছেলে।

সকালে ছেলের মরদেহ উদ্ধারের পর দিনগত রাতে অজ্ঞাতদের আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন মামুনের মা ফাতেমা আক্তার।

এই বিভাগের আরও খবর