,

নীলফামারীতে গাছচাপায় প্রাণ গেল দম্পতির

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলায় গাছচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।

স্থানীয়রা জানায়, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এসময় ঝড়ো হাওয়ায় গাছ উপরে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান এ দম্পতি।

কুন্দপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে ঝড়ো হাওয়ায় গাছ উপরে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের তিন সন্তান রয়েছে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর