গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
রবিবার (২৭ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে মিলিত হয়।
র্যালিতে অংশ নেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে সেখানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপার মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি জেলায় নাগরিকদের পাসপোর্টসহ সকল ধরণের ভেরিফিকেশনের মাধ্যমে সেবা প্রদান, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের তথ্যচিত্র সম্বলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।
এ সময় মটর সাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট পড়া থাকলে তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।