,

নানা আয়োজনে কাশিয়ানীতে ’প্রধানমন্ত্রীর জন্মদিন’ পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ খায়ের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামচুন্নাহার মিনা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাবলু, সাংগঠনিক সম্পাদক মো. খায়েরুজ্জামান খায়ের, দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, প্রচার সম্পাদক মো. মফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিজামকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ কাজী নওশের আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর