জেলা প্রতিনিধি, ফরিদপুর: ‘শেখ রাসেল দীপ্তময় নির্ভিক নির্মল দুর্জয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
এরআগে উপজেলা চত্ত¡রে নির্মিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, ওসি মো. আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রীতি কণা বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, ক্যাব সভাপতি কবীর হোসন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ও দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল প্রমুখ।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-মো.ইকবাল হোসেন