নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নতুন বই নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় রেশমী আক্তার (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলার পতেঙ্গা উপজেলার কাঠঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমী আক্তার উপজেলার ডোমপাড়া এলাকার শাহনুরের মেয়ে। সে পতেঙ্গা মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নতুন বই নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় রেশমী আক্তার গুরুতর আহত হয়। তাকে দুপুর পৌনে ১২টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।’