,

নতুন নেতৃত্বে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ইরাব)

বিডিনিউজ ১০, শিক্ষা ডেস্কএক আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষিত হলো ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইরাব) দ্বিতীয় মেয়াদের কার্যনির্বাহী কমিটি। রাজধানী ঢাকাতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের (ইরাব) এই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মুসতাক আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক নিজামুল হক।

 এছাড়া নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি এম মামুন হোসেন (সময়ের আলো), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), দপ্তর সম্পাদক এম এইচ রবিন (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদ আল রুহানী (দেশ রূপান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হারুন উর রশিদ (দি ইনডিপেনডেন্ট) তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিউর রহমান সোহেল (ভোরের ডাক)।

২০১৮ সালে দৈনিক শিক্ষার সিদ্দিকুর রহমান খানকে সভাপতি এবং দৈনিক সমকালের সাব্বির নেওয়াজকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকরা মিলিত হয়ে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করেন। তবে এই কমিটি পরবর্তী এক বছর দায়িত্ব পালন করবে এবং নতুন কমিটি দ্রুততম সময়ে খসড়া গঠনতন্ত্র তৈরি করে সদস্যদের মতামত নিয়ে তা চূড়ান্ত করবে করবে বলে ঘোষণা করে। এই ধারাবাহিকতায়, আজ (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় মেয়াদে নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বিষয়ক সাংবাদিকদের প্রতি গঠনমূলক সমালোচনা করতে আহ্বান জানিয়েছেন। দীপু মনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিচ্ছে। অথচ কিছু অসাধু ব্যক্তি সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।’

শিক্ষাখাতের সব অনিয়ম-দুর্নীতি নির্মূলের পাশাপাশি দুর্নীতিবাজদের জন্য হুঁশিয়ারি জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে এ জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষাখাতে এখনও যারা অনিয়ম করছে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশেরও আহ্বান জানান তিনি। দীপু মণি বলেন, ‘আমাদের এবং সাংবাদিকদের উদ্দেশ্য ও শিক্ষা একই। কিন্তু কিছু গণমাধ্যমের সংবাদ আমাদের বিব্রত করে, কেননা এ সংবাদের কোনো বস্তুনিষ্ঠতা থাকে না।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. সৈয়দ গোলাম ফারুক, শিক্ষাবিদ, মাদরাসা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক. মু. জিয়াউল হক, মাদরাসা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ।

এই বিভাগের আরও খবর