,

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ৫

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় ট্রাকচাপায় সিএনজিতে থাকা অন্তত পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল।

জানা যায়, নওগাঁ থেকে ট্রাকটি রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। আর আর একটি সিএনজি নিয়ামতপুর থেকে নওগাঁর উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকচাপায় সিএনজির পাঁচ যাত্রী নিহত হযন। নিহতদের নামপরিচয় এখনও জানা যায়নি

তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার অভিযান এখনও চলছে।

এই বিভাগের আরও খবর