জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আসিয়াসহ দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলা শাখা।
আজ মঙ্গলবার ( ১১ মার্চ) সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে শতাধিক মহিলা দলের নেতাকর্মী অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না, সাধারণ সম্পাদক নাসিমা খানম, রহিমা মনি, আফরোজা বেগমসহ অন্যান্য নেতৃবন্দ।
এ সময় বক্তারা আসিয়াসহ দেশব্যাপী যেসব ধর্ষণ হয়েছে, দ্রæততম সময়ে তার বিচারসহ ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।