স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির একটি বার্তা সংস্থা জানায়, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরে এই আগুন লাগে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
ভবনটির বেইজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়। হতাহতদের সবাই নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। ভবনটিতে ৭৮ জন কর্মী ছিল।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। পরে, পাঁচ ঘণ্টারও বেশি সময় অগ্নিনির্বাপন কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।