,

দৌলতদিয়া যৌনপল্লীর পাশে যুবকের বস্তাবন্দি মরদেহ

এই পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে পোড়াভিটায় চলাচলের জন্য তৈরি বাঁশের মাচার পাশে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এই বিভাগের আরও খবর