রাজবাড়ী প্রতিনিধি: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটের কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় প্রায় ৬ শতাধিক যানবাহন আটকা পড়েছে। বুধবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকার সড়কে ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন সিরিয়ালে রয়েছে বলে জানা গেছে।
সিরিয়ালে আটকা পড়া যানবাহনের মধ্যে রয়েছে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি। এছাড়া অল্প কিছু যাত্রীবাহী পরিবহন সিরিয়ালে রয়েছে। এদিকে দীর্ঘ সময় গরমে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় থেকে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন সিরিয়ালে রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। রো রো ফেরির সংখ্যা কম থাকার কারণে দৌলতদিয়া ঘাটে কিছু যানবাহনের সারি রয়েছে। তবে চাপ দ্রুত কমে যাবে।