-
- চট্টগ্রাম, দেশজুড়ে
- দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে নিহত যুবলীগ নেতা
দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে নিহত যুবলীগ নেতা
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় October, 11, 2019, 4:55 pm
ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের যুবলীগ নেতা রবিউল হক মানিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। মানিক ফাজিলপুর ইউনিয়নের নুরুল হকের ছেলে।
ফেনী সদরের বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ফাজিলপুর বাজারের পাশে তার বাড়ির দরজায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান মানিক। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, মানিকের দেহের বিভিন্ন অংশে কোপের চিহ্ন ছিলো।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তিনি সহজ-সরল মানুষ ছিলেন। তার সঙ্গে কারো বিরোধ নেই।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এই বিভাগের আরও খবর