জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফার হাট-বাজারের একসনা ভিটি বন্দোবস্ত পেতে আড়াই লাখ টাকার চাওয়ার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। খবর প্রকাশের পর উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এদিকে, ঘটনাটি ভিন্নভাবে প্রবাহিত করতে এবং এসিল্যান্ড বাঁচাতে স্থানীয় বালু ব্যবসায়ীসহ একটি মহল মরিয়া হয়ে উঠেছেন।
সোমবার (১০ মার্চ) বেলা ১০ টার দিকে তারা গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে এসিল্যান্ডের পক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এতে ওই এলাকার ভূক্তভোগীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এসিল্যান্ড মোহাম্মদ গোলাম মোস্তফা ও জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার রিমন বিশ্বাসের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং বানিয়ারচর এলাকায় মধুমতি নদী (বিলরুট ক্যানেল) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এ নিয়ে গণমাধ্যমে ‘হাট-বাজারের ভূমি বন্দোবস্ত পেতে এসিল্যান্ডের সেলামী আড়াই লাখ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর এসিল্যান্ড বাঁচতে উপজেলা বিএনপি নেতা ও বালু ব্যবসায়ীদের নিকট দৌঁড়ঝাপ শুরু করেন এবং সাহায্য প্রার্থনা করেন। পরে বালু ব্যবসায়ীসহ স্থানীয় একটি মহল এসিল্যান্ডের পক্ষে মানববন্ধন করেছেন।
এ বিষয় বক্তব্য নিতে এসিল্যান্ড মোহাম্মদ গোলাম মোস্তফার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।