বেনাপোল (যশোর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকছে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। তবে বেনাপোল বন্দর ও কাস্টম হাউসে কাজ-কর্ম স্বভাবিক থাকছে।
পূজার ছুটিতে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।