,

দুই বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে ধরা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: যৌতুক মামলায় দুই বছরের সাজা এড়াতে ৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মফিজ শেখের (৪৫)। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

শুক্রবার (১৯ মে) রাতে উপজেলার শিবগাতি জোনাশুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া মফিজ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত করম আলী শেখের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালে মফিজের স্ত্রী আদালতে তার বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত দুই বছরের সাজা দেন মফিজকে। তবে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতার পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ ৯ বছর আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে শুক্রবার রাত আড়াই টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে কাশিয়ানী উপজেলার শিবগাতি জোনাশুর এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর