,

দিনাজপুরে বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

দিনাজপুর প্রতিনিধি: দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে দিনাজপুরে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ দিকে গত মঙ্গলবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আজ নেমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে জেলায় বাড়ছে শীতের তীব্রতা আর কমছে তাপমাত্রাও।

দেখা গেছে, দিনের বেলা রোদ আর সন্ধ্যায় শুরু হয় কুয়াশা। রাতের বেলা কুয়াশায় ঢেকে যায় সবকিছু। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশা চারদিক ঘিরে রাখে কয়েক ঘণ্টা।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বিগত কয়েকদিন ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা যেখানে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল। ভোরে দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এর আগে ২০১৮ সালে পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা ছিল বিগত কয়েক দশকের সর্বনিম্ন তাপমাত্রা।

এই বিভাগের আরও খবর