,

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত নিলুফা বেগম (৫৫) উপজেলার মণ্ডল পাড়ার আজিজার রহমানের স্ত্রী।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাবনীপুর রেলস্টেশনের কাছে তিনি নিহত হন বলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

তিনি আরও বলেন, স্টেশনের আউটার সিগন্যানের কাছে তেলবাহি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিলুফা নিহত হন। তবে কিভাবে তিনি ট্রেনের নিচে পড়েন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর