,

দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেলা হলো কাঁচা চামড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: কোরবানির পশুর চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে অভিনব প্রতিবাদ হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে।

মঙ্গলবার (১৩ জুলাই) আড়তদারদের কাছে পানির দরে চামড়া বিক্রি না করে ক্যাম্পাসের পুকুর পাড়ে ৯’শ পশুর চামড়া পুঁতে ফেলেছে উপজেলার সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাফিজিয়া হোসেনিয়া দারুল হাদিস নামের ঐ মাদ্রাসা কর্তৃপক্ষ।

তারা জানান, প্রতিবছর মতো এবারও মাদ্রাসায় চামড়া দান করেন বিভিন্ন গ্রামের মানুষ। কিন্তু আড়তদাররা এসব চামড়ার দাম কম দিতে চাওয়ায় বিক্রি না করে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।

একই জেলার হাছন নগর এলাকাতেও পুঁতে ফেলা হয়েছে দুইশো চামড়া।

এছাড়া সিলেটের কুশিয়ারা নদীতে অন্তত ৩’শ ৭০টি চামড়া ফেলে দিয়েছে ওই এলাকার চারটি মাদ্রাসা।

এই বিভাগের আরও খবর