নিজস্ব প্রতিবেদক: কাশিয়ানী ও আলফাডাঙ্গায় গরীব-অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেছে আসমোক কোম্পানী লিমিটেড।
রোববার (১৪ আগস্ট) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে ৪ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
আসমোক কোম্পানী লিমিটেডের পক্ষে দুঃস্থ মানুষের হাতে চাল তুলে দেন মরিশাস প্রবাসী আকাশ মিয়ার বাবা জাকির মিয়া।
আসমোক কোম্পানী লিমিটেডের চাল পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা। ধন্যবাদ জানান আসমোক কোম্পানী ও আকাশ মিয়ার পরিবারকে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রফিক হোসেন, নারী ইউপি সদস্য শেখ বিউটি, প্রিন্স মিয়া, জাহিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।