,

তীব্র তাপদাহে কাশিয়ানীর জনজীবন বিপর্যস্ত

ফাইল ফটো

লিয়াকত হোসেন লিংকন: তীব্র তাপদাহে কাশিয়ানী উপজেলার জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। গ্রীষ্মের ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হচ্ছে। রাতে তাপমাত্রা কিছুটা কমলেও বেলা বাড়ার সাথে সাথে আবারো তাপমাত্রা তীব্র আকার ধারণ করে।

গত কয়েকদিনের তীব্র তাপদাহে অবর্নণীয় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে রোজাদার মুসলমান, দরিদ্র ও শ্রমজীবি মানুষেরা বেশি দূর্ভোগে পড়েছেন। তীব্র তাপদাহে ধান কাটার শ্রমিকের অভাব দেখা দিয়েছে।

মানুষের পাশাপাশি পশুপাখির জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ডাব, তরমুজ, শসা, বাঙ্গি, প্রভৃতি ফল খেয়ে মানুষ তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে।

দুপুরের পর রাস্তাঘাট, হাটবাজার, দোকানপাট, স্কুল-কলেজ ফাঁকা হয়ে যায়। জরুরী প্রয়োজন ছাড়া দুপুরে মানুষ বাইরে বের হয় না। ধান, পাট, শাক-সবজীসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ ইকবাল খান বলেন, ‘প্রচন্ড গরমে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানীসহ বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে।’

এ অঞ্চলের নদ-নদী, খাল, বিল, জলাশয় শুকিয়ে যাচ্ছে। চলছে পানীয় জলের তীব্র সংকট। ভরা গ্রীষ্মের তীব্র তাপদাহে বৃষ্টির জন্য মানুষ উন্মুখ হয়ে আছে।

উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ শহরের আবাসিক এলাকায় বিশুদ্ধ পানীর তীব্র সংকট চলছে। ফলে বিভিন্ন বাসা-বাড়ীতে রান্না-বান্না, কাপড় ধোঁয়া, গোসল করা, হাসপাতালে রোগীদের এমনকি গবাদী পশুর পানীয় জলের জন্য কষ্ট করতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর