,

তিস্তার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটারের উপরে

জেলা প্রতিনিধি, লালমনিরহাট: ভারতের গজল ডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটারের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। তবে আজ (মঙ্গলবার) সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করে। গতকাল রাতে ২৫ সেন্টিমিটারের উপর ছিলো।

মঙ্গলবার (২ আগস্ট ) বিকেল ৩টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি ৫২.৭৪ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে যা স্বাভাবিক ৫২.৬০ বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, উজান থেকে নেমে আসা ও ভারতের গজলডোবা ব্যারাজে পানি বৃদ্ধি পাওয়ায় গজলডোবার গেট খুলে দিয়েছে। ফলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে । তবে গতকালের তুলনায় আজ সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করে। গতকাল রাতে ২৫ সেন্টিমিটারের উপর ছিলো।

এ দিকে পানি নিয়ন্ত্রণ করতে ব্যারাজ কতৃপক্ষ ৪৪ টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট খুলে দেয়া হয়েছে। বর্তমানে বিপৎসীমা র১৪ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর