সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তারও বাড়ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকায় পারদ উছেছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
রোজার মধ্যে এই গরমে ঘরের বাইরে বেরোলেই হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও বদলহাছি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টির আভাস রয়েছে।