,

ঢাকায় কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয়।

সোমবার (৩ মে) রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঝড় শুরু হয়। এর আগে গত রাতেও ঢাকায় ঝড়বৃষ্টি হয়েছে।

রাত ১১টার দিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এই বিভাগের আরও খবর