,

ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত দ্বীপে পৌঁছল শিশুদের প্রতিষেধক

বিডিনিউজ ১০ আন্তর্জাতিক ডেস্কপ্রশান্তের ছোট্ট এক দ্বীপের এক শিশু প্রথমবারের মতো বাণিজ্যিক ড্রোনে করে আসা ভ্যাক্সিন গ্রহণ করল। ইউনিসেফের উদ্যোগে ড্রোনটির ব্যবস্থা করা হয়েছে। আর তা ভানুয়াতুর প্রায় ২৫ মাইল এবড়োখেবড়ো পর্বতাঞ্চল পেরিয়ে পৌঁছে গেছে সেই দ্বীপে। নয়তো সেখানে যাওয়া নিদারুণ কষ্টসাধ্য ব্যাপার।

ভানুয়াতুর ২০ শতাংশ শিশু জরুরি প্রতিষেধক পায় না। কারণ সেখানে পণ্য পাঠানো দুঃসাধ্য ব্যাপার। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা আশা করছে ড্রোনের মাধ্যমে এখন থেকে পণ্য পাঠানো খুব সহজ হবে। যেকোনো প্রত্যন্ত অঞ্চলে জরুরি ওষুধ-পত্র পাঠানোর ক্ষেত্রে ড্রোন ভরসা হয়ে উঠছে।

ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েতা ফোর বলেন, বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা পৌঁছাতে ড্রোনের মাধ্যমে ছোট ছোট ফ্লাইট পরিচালনা করা যেতে পারে। পৃথিবী এখনো শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করতে পারছে না। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

এই চালানের মাধ্যমে কোনো দেশ প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে বাণিজ্যিকভাবে ওষুধ নেয়ার ব্যবস্থা  করেছে বলে জানায় ইউনিসেফ।

এ মাসের প্রথম দিকে অস্ট্রেলিয়ার সুপ অ্যারো বিডিংয়ের মাধ্যমে ড্রোনের ব্যবহারে ভানুয়াতুতে ওষুধ সরবরাহের কাজটি পেয়েছে।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর