,

ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী নিহত

জেলা প্রতিনিধি: কুমিল্লা শাসনগাছা রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।

কুমিল্লা রেলস্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সকাল ৭টার দিকে রেলক্রসিং অতিক্রম করছিলো। এসময় রেললাইন পার হতে থাকা একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে চার যাত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর ফরিদ মুন্সী নামে একজনের মৃত্যু হয়।

বাকি তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর