,

‘ট্রেনের ধাক্কায়’ প্রাণ গেল ইজিবাইক চালকের

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকাল পৌঁনে ৮ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচে লেভেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইজিবাইক চালক মিরাজ শেখ ইজিবাইক চালিয়ে ভাটিয়াপাড়া থেকে চরপদ্মবিলা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উড়াল সেতুর নিচে লেভেল ক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মিরাজ শেখ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর