চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার কয়লার দিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া মহল্লার সালাহউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩১)। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে আসার পথে সকাল সাড়ে ৮টার দিকে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।