,

টুঙ্গিপাড়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাসের নিচে চাপা পড়ে সৈয়দ আনোয়ার হোসেন পলাশ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার বিকেলে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার মল্লিকের মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ আনোয়ার হোসেন পলাশ গোপালগঞ্জ শহরের মৃত সৈয়দ মনসুর আলীর ছেলে ও বাংলা টিভির প্রতিনিধি সৈয়দ আকবর হোসেনের ছোট ভাই। তিনি ডায়াগনস্টিক ও ক্লিনিকে ব্যবসা করতেন।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম এনামুল হক জানান, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে গোপালগঞ্জে ফিরছিলেন পলাশ। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গপাড়াগামী দোলা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

এতে তিনি মারাত্মক আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বাস আটক করতে পারলেও চালক পলিয়ে গেছে।

এই বিভাগের আরও খবর