গোপালগঞ্জ প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত যশোর সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম।
তিনি গতকাল মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সামাজিক বনাঞ্চলের ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া, বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা এসএম আলী আকবর, যশোর বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম, সহকারী বন সংরক্ষক অমিতা মণ্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।