গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক আলহাজ¦ আকবর হোসেন পাঠান ফারুক।
মঙ্গলবার সকাল ১২টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করে এ শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো: ওয়াকিল উদ্দীন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুর রহমান, সহ-সভাপতি দিলরুবা শারমিন, সহ-সভাপতি সাজ্জাতুর রহমান, সহ সভাপতি ইনসান আলী শেখ, নাট্য সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ মো. আসলাম, রুমা আক্তার, গুলশান থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সুলতান হোসেন, সাধারণ সম্পাদক হাজী মো. হেদায়েত উল্লাহ, রফিকুল ইসলাম প্রমুখ।
এরপর সংসদ সদস্য চিত্র নায়ক আলহাজ¦ আকবর হোসেন পাঠান ফারুক বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।