টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবুল হোসেন নয়নের (২৪) বিরুদ্ধে। উপজেলার প্রতিমাবংকী গ্রামে এ ঘটনা ঘটে। ২৫ সেপ্টেম্বর বুধবার অপহৃতা মেয়েটি উদ্ধার হলে ওইদিন রাতেই মেয়েটির মা বাদী হয়ে প্রতিবেশী বাবুল হোসেন নয়নসহ তিনজনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার প্রতিমাবংকী গ্রামের গোল্ডেন লাইফ কিন্ডার গার্ডেনে ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া ওই স্কুল ছাত্রী প্রতিমাবংকী বাজারের পূর্বপাশে তুলাতলা ব্রিজের কাছে এসে পৌঁছলে প্রতিবেশী মৃত শাহজাহান আলীর ছেলে বাবুল হোসেন নয়ন ও তার সঙ্গীরা জোরপূর্বক মেয়েটিকে গাড়িতে উঠিয়ে নেয়। পরে ওই মেয়েটিকে কক্সবাজার নিয়ে এক হোটেলে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
পরে গত ২৫ সেপ্টেম্বর সকালে অপহরনকারী বাবুল হোসেন নয়ন মেয়েটিকে টাঙ্গাইল ডিসি পার্কে রেখে কৌশলে বাবুল পালিয়ে যায়। পরে মেয়েটি তার মাকে মুঠোফোনে বিস্তারিত জানালে পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
মামলার বাদী ওই মেয়েটির মা ধর্ষক বাবুল হোসেন নয়ন ও এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আসাদুজ্জামান জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির জানান, থানায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলা হয়েছে। মামলার প্রধান আসামি বাবুল হোসেন নয়নসহ অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।