,

ঝিনাইদহে ঝড়ের কবলে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বিডিনিউজ ১০ রিপোর্টঝড়ের কবলে পড়ে ঝিনাইদহে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম শাহিনুর ইসলাম লিখন (৩২)। তিনি নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী।

রোববার রাতে (২১ এপ্রিল) ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না আমেরচারা নামক স্থানে ঝড়ের কবলে পড়েন তিনি।

শাহিনুর ইসলাম লিখন ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামের স্কুল শিক্ষক মতলেবুর রহমানের ছেলে।

নিহতের স্বজন আইফার রহমান জানান, রোববার রাতে লিখন মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া যাচ্ছিলেন। তিনি ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের সাগান্না আমেরচারা নামক স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়েন। এ সময় একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত লিখনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহিন মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান সড়ক দুর্ঘটনায় লিখনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর