ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখগাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আরাফাত রহমান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। নিহত আরাফাত ওই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে।
আজ বুধবার ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ও নিহতের বাবা জাহাঙ্গীর বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে শৈলকুপার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর বিশ্বাস ও তার ছেলে আরাফাত রহমান বাড়ির পাশের ক্রয়কৃত জমিতে বেড়া দিতে যান। এ সময় পার্শ্ববর্তী জমির মালিক রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল জোয়ার্দ্দার বাঁধা দেন। সেসময় তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষ লাঠি দিয়ে আরাফাত রহমানের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
সেখানে থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তার মৃত্যু হয়। আরাফাত রহমান কুষ্টিয়ার রবিন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আরো জানান।