লিয়াকত হোসেন লিংকন: গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোখলেসুর রহমান সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচীব পদে পদোন্নতি পাওয়ায় বদলি উপলক্ষে কাশিয়ানীতে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, ওসি মো. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসককে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি, অফিসার্স ক্লাব, শিল্পকলা একাডেমি, ইউপি চেয়ারম্যান, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস প্রদান করা হয়।