জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এ অনুদানের চেক তুলে দেন।
জানা গেছে, গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিতে গোপালগঞ্জ জেলার মোট ৩৮জন আহত ব্যক্তি তালিকাভূক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার ‘এ’ ক্যাটাগরির চারজনের প্রত্যেককে ২ লাখ টাকা ও ‘বি’ ক্যাটাগরির দুইজনের প্রত্যেককে ১ লাখ টাকার চেক বিতরণ প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, আহত পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।