,

জুরাইনে ট্রাফিক পুলিশকে ‘মারধর’: গ্রেপ্তার ২৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীর জুরাইন রেলগেট এলাকায় তিন পুলিশকে ‘মারধরের’ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জুরাইন রেলগেট এলাকায় উল্টোপথে আসা মোটরসাইকেল আটকে কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশকে মারধর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আশরাফ হোসেন জানান, প্রথম দিন ছয়জন ও পরে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার সকালে জুরাইনে এক নারী মোটরসাইকেল আরোহীকে লাঞ্ছিত করার অভিযোগে ট্রাফিক বক্সে হামলা ও উপস্থিত পুলিশ সদস্যদের মারধর করে উত্তেজিত জনতা। এতে তিন পুলিশ আহত হন।

স্থানীয়দের দাবি, মোটরসাইকেল চালকের পেছনে থাকা স্ত্রীকে পুলিশ লাঞ্ছিত করেছে। এর প্রতিবাদে উপস্থিত পথচারী ও আশপাশের বাসিন্দারা পুলিশকে মারধর করে।

তবে পুলিশ বলছে, সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ওই নারীকে লাঞ্ছিত করেছে এমন কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। পাবলিক সিমপ্যাথি নেয়ার জন্য ওই নারী মিথ্যা অভিযোগ করেছেন।

পুলিশকে মারধর ও ট্রাফিক বক্স ভাঙচুরের ঘটনায় রাজধানীর শ্যামপুর থানায় মামলা করে পুলিশ। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে আটক তিনজনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত ৩৫০-৪৫০ জনকে আসামি করা হয়।

এই বিভাগের আরও খবর