,

‘জাওয়াদের’ প্রভাবে কাশিয়ানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের খবরে চিন্তায় পড়েছেন উপজেলার আমন ও বোরো চাষীরা। বোরো আবাদের জন্য বীজতলায় বীজ ফেলেছেন অনেক কৃষক। অতিবৃষ্টি হলে বীজতলা জলাবদ্ধ হয়ে বীজ নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন তারা।

বৃষ্টির কারণে শীতেরও প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিপাকে পড়েছে ছিন্নমূল ও দরিদ্র মানুষ।

আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন। বোরো মৌসুমের প্রস্তুতি হিসেবে বীজতলা প্রস্তুত ও বীজ বপন করছেন কৃষকরা।

কাশিয়ানী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নে ১১ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা সন্জয় কুমার কুন্ড বলেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের ক্ষতি মোকাবেলায় কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। আমন ধান ৭৫ থেকে ৮০ ভাগ পেকে গেলে তা কেটে ফেলার জন্য কৃষকদের বলা হয়েছে। এছাড়া পেপে, কলাসহ মৌসুমি সবজি ও ফল পরিপক্ক হলে সংগ্রহ করতে বলা হয়েছে।’

এই বিভাগের আরও খবর