,

জমি নিয়ে বিরোধ, ‘প্রতিবন্ধীকে’ মারধর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে জিলু শেখ (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ জুন) বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের নড়াইল গ্রামে। আহত প্রতিবন্ধী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় প্রতিবন্ধী জিলু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, জমাজমি নিয়ে প্রতিবন্ধী জিলু শেখের সাথে প্রতিবেশি কামাল উদ্দিন আহমেদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে প্রতিবন্ধী জিলু শেখের বাড়িতে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় জিলু শেখ ও তার স্ত্রী সজিবা বেগমকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকেরা। এ সময় ওই প্রতিবন্ধীর বসতঘরের বেড়া ভাংচুর করে হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত প্রতিবন্ধী জিলু শেখকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম অভিযোগে সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর