জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ পুর্বপাড়ায় নির্মল সাহা নামে এক ব্যক্তির মন্দির সংলগ্ন পৈত্রিক সম্পত্তিতে বিনা অনুমতিতে শিব মন্দির নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বেগমাবাদ গ্রামের প্রয়াত নিতাই চন্দ্র সাহার পুত্র নির্মল কুমার সাহা জমি উদ্ধারে দেবিদ্বার থানার ওসি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত আবেদন করেছেন।
নির্মল চন্দ্র সাহার অভিযোগ, তিনি নারায়ণগঞ্জে ব্যবসা করেন। বাড়িতে কেউ না থাকায় তার ৩.২৫ শতাংশ জমি ৩/৪ বছর আগে টিনের বেড়া দিয়ে দখল করে রাখে রাধা-মাধব মন্দির কমিটি।
পরে সমাজের গণ্যমান্যদের সহযোগিতায় বেড়া সরিয়ে নিতে মন্দির কমিটিকে বলা হলেও তারা বেড়াটি সরাননি।
এ অবস্থায় গত ২ অক্টোবর ওই জায়গায় বেশ কিছু গাছ কেটে রাতারাতি একটি শিব মন্দির নির্মাণ করা হয়।
পরদিন ৩ অক্টোবর পূজামণ্ডপ পরিদর্শনে আসা স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে প্রধান অতিথি করে তাকে দিয়ে ওই মন্দিরের উদ্বোধন করিয়ে নেয় মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কমিটির সভাপতি জীবন ভৌমিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা মন্দির ও কমিউনিটির স্বার্থে বাধ্য হয়ে এটা করেছি। এই জায়গাটি মন্দিরের প্রয়োজন। তাই এর মালিকপক্ষকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেও ব্যার্থ হয়ে এই পথ বেছে নিয়েছি।’
বিষটির মীমাংসার জন্য জায়গাটির মালিকপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত জানিয়ে তিনি বলেন, ‘জমির মালিক যদি দান করতে অপারগতা দেখান তাহলে তাকে জমির বাজারমূল্য দিয়ে দেব।’
এদিকে, ব্যক্তিগত জমিতে মালিকের অনুমতি ছাড়া মন্দির নির্মাণের পর উদ্বোধনে যোগ দেয়ার বিষয়ে দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস বলেন, ‘মন্দির কমিটি তথ্য গোপন করে আমাদের আমন্ত্রণ জানায়। স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে শিব মন্দির উদ্বোধন করিয়ে নেয়।’
সামগ্রিক বিষয়ে দেবিদ্বার থানার ওসি কমল কৃঞ্চ ধর বলেন, ‘যতটুকু জানি নির্মিত ওই শিব মন্দিরটি রাধা-মাধব মন্দিরের সামনের জায়গা। ওই জায়গার কিছু অংশ তিন পক্ষ দিয়েছে, এক পক্ষ দেয়নি। নির্মল সাহা নামে এক ব্যক্তি আজ থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’