,

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী একটি ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ২৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়। প্রাচীন সিল্ক রোড শহর কাশগড়ের ১০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে ছিল এর উৎপত্তি স্থল। এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের উপকেন্দ্র অগভীর, অর্থাৎ এটি ভূপৃষ্ঠের তুলনামূলক কাছেই অবস্থিত। এটি মূলত পাহাড়ি ও মরুভূমি অঞ্চল।

উৎপত্তিস্থলের আশপাশে লোকজনের বসতি খুব বেশি না থাকলেও যেসব বাড়িঘর রয়েছে তার অধিকাংশই মেটে ইট দিয়ে নির্মিত। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, এশিয়ার পরাশক্তি এই দেশটিতে প্রায়ই এমন কম্পন অনুভূত হয়। বিশেষ করে চীনের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প বেশি আঘাত হানে। ২০০৩ সালে একই প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার অপর এক ভূমিকম্পে ২৬৮ জনের প্রাণহানি ঘটেছিল।

এই বিভাগের আরও খবর