রবিবার দেশটিতে নতুন করে আরও ৩৯ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া উপসর্গ ছাড়াই সংক্রমিত হওয়ার সংখ্যাও বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ সোমবার এক বিবৃতিতে জানান, রবিবার একদিনে নতুন করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই ৭৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। যা আগের দিন ছিল ৪৭ জন।
উপসর্গ আছে এমন যেসব রোগী গতকাল শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে ৩৮ জনই বিদেশফেরত। আগের দিন যা ছিল ২৫ জন।
কোনো ধরনের উপসর্গ ছাড়াই অনেকের আক্রান্ত হওয়ার বিষয়টি মারাত্মক উদ্বেগ তৈরি করছে চীনের জন্য।কেননা এমন রোগীরা অন্য অনেকের মধ্যে সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী।