জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী ভাটপাড়ার যুবদল কর্মী নাদিম হত্যা মামলা তুলে নিতে আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও করে স্ট্যাম্পে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগও উঠেছে।
দ্রুত চার্জশিট প্রদান করে মামলার আসামিদের ফাঁসির দাবিতে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্ত্রী আমেনা বেগম ও পিতা ইদু মিয়াসহ পরিবারের সদস্যরা। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। আসামিদের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে নিহত নাদিমের স্ত্রী আমেনা বেগম বলেন, ২০২১ সালের ২৬ মার্চ সকালে আওয়ামী লীগ নেতা হাজী ইলিয়াস মিয়ার নির্দেশে ভাটপাড়া গ্রামের নুরুল হকের ছেলে বেল্লাল হোসেন, এরশাদ মিয়া, রুবেল মিয়া এবং একই গ্রামের নুরুল হক, খোকা, কামাল, জামাল, মান্নান, হান্নান, আবুল কালাম আজাদ, আলআমিন, ওয়াসিম, রিপন, সোহাগ, আলআমিন, সোহরাব হোসেন, মনা, আনিসুল হক, মাহফুজুল হক, মিজান, সোহেল মেম্বার, শান্ত, ছালেকা বেগম, সাজেদা, হোসনেয়ারা ও জয়নালের নেতৃত্বে ৩৩ জনের একদল সন্ত্রাসী বাহিনী নাদিমের ঘরে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
মূলত হাজী ইলিয়াস মিয়ার একক আধিপত্য বিস্তারে বাঁধা দেওয়া এবং প্রশাসনের লোকদের মাদক ব্যবসায়ী বেল্লাল গংদের বাড়ি দেখিয়ে দেওয়ায় নাদিমকে হত্যা করা হয়। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার স্বামী। আমি খুনিদের ফাঁসি চাই, স্বামী হত্যার বিচার চাই। খুনিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কের মাঝে আছি। হত্যাকাণ্ডের এত দিন হয়ে গেলেও হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের কেউ কেউ জামিনে এসে উল্টো বাদীর পুরো পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। প্রায় চার বছর পরেও চাঞ্চল্যকর নাদিম হত্যা মামলার চার্জশিট না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার বাদী ইদু মিয়া বলেন, আমার ছেলেকে নৃশংসভাবে খুনের মামলায় এখনো চার্জশিট হয়নি। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে।
মামলা তুলে নিতে প্রধান আসামি ইলিয়াস মিয়া ও বেল্লাল হোসেনসহ আসামিরা বিভিন্নভাবে চাপ দিচ্ছে। সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে এবং পাশাপাশি চার্জশিট থেকে খুনিদের নাম বাদ দিতে চাপ দিচ্ছে। মামলা প্রত্যাহারের জন্য হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বকভাবে স্ট্যাম্পে স্বাক্ষর নেয় বলে তিনি অভিযোগ করেন।