,

চট্টগ্রামে গাড়িচালককে গুলি করে হত্যা

বিডিনিউজ ১০, চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল রোডে মো. শাহজাহান সাজু (৫০) নামে এক পণ্যবাহী গাড়িচালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটলেও জানাজানি হয় সন্ধ্যায়।

চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা মুঠোফোনে ঘটনার বিষয়ে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল ‘দিদারুল আলম ব্রাদার্স’ ডিপো চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান। নিহত চালক মো. শাহজাহান ওই প্রতিষ্ঠানে প্রাইম মুভার চালাতেন। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মৃত নুরু মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, ‍দুর্বৃত্তের গুলিতে আহত শাহজাহান সাজু নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর