রবিবার মধ্যরাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
কয়েকদিন আগে শিশুটির জ্বর-ঠাণ্ডা দেখা দিলেও, শনিবার দুপুরে পটিয়া হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহের পর তার করোনা ধরা পড়ে।
অবস্থার অবনতি হলে রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মৃত্যুর পর ওই এলাকার প্রায় ৫০ পরিবার লকডাউন করেছে প্রশাসন।