,

চট্টগ্রামে আরও ৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় শুক্রবার নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষাশেষে এই তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৩ জন নতুন এবং ১ জন পুরনো রোগী।

শনাক্ত হওয়াদের মধ্যে নগরের রাহাত্তারপুল এলাকার ৩২ বছর বয়সী এক নারী রয়েছেন। এ ছাড়া সিএমএইচ এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ এবং লোহাগাড়া উপজেলার ৫১ বছরের একজন পুরুষ রয়েছেন।

বিআইটিআইডিতে এ পর্যন্ত তিন হাজার ১৫৪ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম অঞ্চলের ১১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জন। এছাড়া চট্টগ্রামের বাইরে থেকে করোনা পজিটিভ হয়ে এসে তিনজন এখানে চিকিৎসা নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর